১৫ আগস্ট, ২০১৮ ১৬:২৭

পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

পাবনা প্রতিনিধি

পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বাংলাদেশের স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদত বাষির্কী পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।   

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ১ মিনিট নিরাবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে সাড়ে ১১টায় এক বিশাল শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় র‌্যারিতে অংশ নেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গসংগঠন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর