১৫ আগস্ট, ২০১৮ ১৬:৫৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ

কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে দীর্ঘ যানজটে আটকে আছে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চান্দিনার মাধাইয়া পর্যন্ত যানজট লেগে আছে।  মঙ্গলবার বিকেল থেকে এ যানজট শুরু হয়ে আজ বুধবার বিকালে রিপোর্ট লেখা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ যানজট অব্যাহত রয়েছে।

কুমিল্লা থেকে ঢাকাগামী যাত্রী অ্যাডভোকেট নিশাত সালাউদ্দিন জানান, কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছি জরুরি কাজে। চান্দিনার মাধাইয়া এসে দীর্ঘ ৪ ঘন্টা পড়ি। সকাল ৬টায় রওয়ানা দিয়ে দুপুর আড়াইটা ঢাকা পৌঁছি।  

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে মহাসড়কের মুন্সিগঞ্জের মেঘনা সেতুর কাছে গার্মেন্ট শ্রমিকরা কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করলে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। সে থেকে মহাসড়কের মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও ঈদকে সামনে রেখে পণ্যবাহী যানবাহনও বেড়ে গেছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলেও তিনি জানান। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর