১৫ আগস্ট, ২০১৮ ১৮:৩৮
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম

স্বকণ্ঠে শোকবার্তা দিলেন ৫০ হাজার নেতাকর্মীর মোবাইল ফোনে

নিজস্ব প্রতিবেদক, যশোর

স্বকণ্ঠে শোকবার্তা দিলেন ৫০ হাজার নেতাকর্মীর মোবাইল ফোনে

রফিকুল ইসলাম

সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা যশোরের ঝিকরগাছা-চৌগাছার ৫০ হাজারেরও বেশি মানুষের মোবাইল ফোনে স্বকণ্ঠে শোকবার্তা পৌঁছে দিয়েছেন। যাদের মোবাইল ফোনে এই শোকবার্তা পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। একযোগে ঝিকরগাছা-চৌগাছা উপজেলার ৫০ সহস্রাধিক মানুষের মোবাইল ফোনে এভাবে শোকবার্তা পৌঁছানোর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্বকণ্ঠে ধারণ করা এ শোকবার্তায় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন। ঝিকরগাছা-চৌগাছাবাসীর মতো আমিও অধ্যাপক রফিকুল ইসলাম আজ জাতির পিতার শোকার্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আসুন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের অবিচল আস্থা অব্যাহত রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। 

বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২১০৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর