১৫ আগস্ট, ২০১৮ ১৮:৫৪

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে কালো ব্যাজ ধারণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিনের নেতৃত্ব একটি শোক র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। শোক র‌্যালিতে অংশ গ্রহণ করেন ভাইস-চেয়ারম্যান আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি )শেখ মারুফ আহমেদসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, পৌরসভার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, রিক্সাভ্যান শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন  ভাইস-চেয়ারম্যান আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি )শেখ মারুফ আহমেদ। 

এছাড়া কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আয়ূব আলী, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মনিরা পারভীনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২১০৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর