১৬ আগস্ট, ২০১৮ ০২:৪১

ফুলপুরে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ফুলপুরে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ২০১৮ পালিত হয়েছে।  এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, উপজেলা অফিসার্স ক্লাবে রচনা, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এরপর দুপুর সোয়া ১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এমপি শরীফ আহমেদের নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিতে আনসার-ভিডিপি, পুলিশ, এনজিও, স্কাউট, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। র‌্যালিটি ভাষা সৈনিক এম শামছুল হক চত্বর হয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য মো. শরীফ আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের উপস্থাপনায় এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, ফুলপুর মহিলা কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম প্রমুখ।
 
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  এমপি শরীফ আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ফুলপুর ওসি একেএম মাহবুব আলম, ফুলপুর সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. জসিম উদ্দিন শেখ, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বাবু শশধর সেন, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ  সভাপতি রাসেল আহাম্মেদ রয়েল, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এটিএম রফিকুল করিম নোমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। সবশেষে মোনাজাত ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর