১৬ আগস্ট, ২০১৮ ১৩:৫৪

মাগুরায় নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক কর্মশালা

মাগুরা প্রতিনিধি

মাগুরায় নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক কর্মশালা

মাগুরায় ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর ৩৫ জন প্রধান শিক্ষক অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীবৃন্দ নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে সমস্যা, সম্ভাবনা তুলে ধরে সমাধান কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের জ্ঞান আদান প্রদান করেন। শেষে শিক্ষার মান উন্নয়ন করে নাগরিক সেবা নিশ্চিত করতে একটি লিখিত কৌশলপত্র প্রণয়ন করা হয়। সরকারের এটুআই কর্মসূচির মাধ্যমে এ কর্মশালা সম্পন্ন হয়।

মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তানজিরা রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস, সহকারি শিক্ষা অফিসার এসএম মাজেদুর রহমান, মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান সেলিম।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর