১৬ আগস্ট, ২০১৮ ১৬:১০

'বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে'

বাগেরহাট প্রতিনিধি:

'বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে'

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। তাই, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কাংখিত সাফল্য এসেছে।  আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি একথা বলেন। 

বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ-সম্পাদক শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক মো. ইয়ামিন আলী, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সাবেক সাধারন সম্পাদক মাহফিজুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন, যুব মহিলা লীগের আহবায়ক লুনা সিদ্দিকী, সাংবাদিক মো. আজাদুল হক, অলীপ ঘটক, মীর জায়েসী আশরাফী জেমস, লিটন সরকার, নিয়ামুল হাদী রানা, ইসরাত জাহান, নিয়াজ ইকবাল প্রমুখ। আলোচনা সভা ও মিলাদ- দোয়া মাহফিল শেষে বাগেরহাট প্রেসক্লাব খাবার বিতরণ করে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর