১৬ আগস্ট, ২০১৮ ২০:০৫

'কেউ যাতে অবহেলিত না থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে'

নাটোর প্রতিনিধি:

'কেউ যাতে অবহেলিত না থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে'

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সমাজের কেউ যাতে অবহেলিত না থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। তারই ধারাবহিকতায় সারা দেশের মত নাটোরের সিংড়ায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা দিয়ে যাচ্ছে। 

আজ সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সিংড়া পৌরসভা এলাকার ২০১৭-১৮ অর্থবছরের বর্দ্ধিত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আতিকুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ৮২ জন বয়স্ক, ৩৩ জন বিধবা ও স্বামী নিগৃহিতা এবং ১৯ জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর