১৬ আগস্ট, ২০১৮ ২০:৩৬

'ডিজিটাল বাংলাদেশ না দেখে মানুষ নিরাপদ বাংলাদেশ দেখতে চায়'

নোয়াখালী প্রতিনিধি:

'ডিজিটাল বাংলাদেশ না দেখে মানুষ নিরাপদ বাংলাদেশ দেখতে চায়'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপ-রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের জনপ্রিয়তা নেই, সরকার রাষ্ট্র পরিচালনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। দেশে বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। ডিজিটাল বাংলাদেশ না দেখে দেশের মানুষ নিরাপদ বাংলাদেশ দেখতে চায়। শিক্ষার্থীদের আন্দোলনতো সে কথাই বলে। মানুষ নিরাপদ সড়ক দেখতে চায়, নিরাপদ বাংলাদেশ দেখতে চায়। সে ক্ষেত্রে সরকার পরাজিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে তাঁর নিজ বাসভবনে বৃক্ষরোপন উদ্বোধন ও নিজ দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান, বসুরহাট পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন পাবেল, পৌর সভা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরিফ প্রমুখ। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর