১৭ আগস্ট, ২০১৮ ১৫:৪২

দেবীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি:

দেবীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার স্কুল শিক্ষার্থী কবিতা রানীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত  বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা শহরের বিজয় চত্বর মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তরা বলেন, আইন শৃংখলা বাহিনীর গড়িমশির কারণে কবিতা রানী ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। মামলা গ্রহণের ক্ষেত্রেও দেবীগঞ্জ থানা পুলিশ পক্ষপাতিত্ব করেছে বলে বক্তারা অভিযোগ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিসতি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক  কল্যান কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক জ্যোতিষ চন্দ্র, দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, পুজা উদযাপন কমিটির সভাপতি জীবধন বর্মন, সিনিয়র সভাপতি শ্যামল কুমার রায় প্রমুখ। 

উল্লেখ্য, গত ২৫ জুলাই গভীর রাতে কবিতা রানীকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবারের সদস্যরা। কবিতা রানীর লেখা চিঠির সূত্র ধরে পরের দিন একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। সে দেবীগঞ্জ উপজেলার পামুলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং ডাঙ্গা পাড়া গ্রামের রাজেন্দ্র নাথের মেয়ে। অভিযোগ আছে কবিতা রানীর বাবা স্থানীয় তিন যুবককে আসামি করে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করতে গেলেও  পুলিশ আত্মহত্যা প্ররোচণার মামলা লিপিবদ্ধ করে । ঘটনার ২৩ দিন পার হলেও পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করতে না পারায় এই মানববন্ধনের ডাক দেয়া হয় বলে জানিয়েছেন উদ্যেক্তারা। 

বিডি প্রতিদিন/১৭ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর