১৮ আগস্ট, ২০১৮ ১৫:৫০

চাঁদা না পেয়ে এক দম্পতিকে আটকে রেখে পেটানোর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:

চাঁদা না পেয়ে এক দম্পতিকে আটকে রেখে পেটানোর অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চাঁদার দাবিতে এক দম্পতিকে আটকে রেখে পিটিয়ে আহত করেছে সালিশদাররা। 

আহতরা হলেন চানন্দি ইউনিয়নের মিয়াজি গ্রামের বাবর হোসেন (৩৫) ও তার স্ত্রী বিবি সায়রা (২৮)। তাদের দু'জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাবর হোসেন জানান, তার দখলীয় ১২ শতাংশ জমি স্থানীয় মো. মমিনের কাছে ৭১ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন। কিন্তু মমিন টাকা পরিশোধ না করায় এনিয়ে গত ১৪ আগস্ট সালিশী বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সালিশদার জাফরের কাছে টাকা জমা রাখেন মমিন। শুক্রবার রাতে বাবর ও তার স্ত্রী ওই টাকার জন্য ভূহিমহীন বাজারে জাফরের অফিসে গেলে তিনিসহ অন্য সালিশদাররা তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এতে রাজি না হওয়ায় জাফর, জিয়া, রহিম, বাকের ও আবদুল আলিম তাদেরকে আটকে রেখে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

ঘটনার সত্যতা স্বীকার করে হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিডি প্রতিদিন/১৮ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর