১৮ আগস্ট, ২০১৮ ১৬:৩২

মেঘনায় লঞ্চের ঢেউয়ে ট্রলারডুবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মেঘনায় লঞ্চের ঢেউয়ে ট্রলারডুবি

ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর মহনায় শনিবার যাত্রীবাহী গ্রীন লাইন-০২ লঞ্চের ঢেউয়ের কবলে পড়ে একটি ইট বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটে। এসময় কোস্ট গার্ডের সদস্যরা ১০ জন শ্রমিককে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। 

জানা যায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী গ্রীন লাইন-২ লঞ্চের প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে জাজিরা থেকে ভাটেরচরগামী ইট বোঝাই ট্রলারটি ডুবে যায়। 

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার ও স্টেশন কমান্ডার ইব্রাহীম খলিল জানান, ট্রলারটি ডুবে গেলে কোস্টগার্ড সদস্যরা স্পিডবোটের মাধ্যমে ১০ জন শ্রমিককেই জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর