Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ আগস্ট, ২০১৮ ১৬:৫০ অনলাইন ভার্সন
ঝালকাঠিতে সড়ক মহাসড়কে গরুর হাট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
এস এম রেজাউল করিম, ঝালকাঠি
ঝালকাঠিতে সড়ক মহাসড়কে গরুর হাট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে গরুর হাট বাসানো হয়েছে। এ ছাড়াও ঝালকাঠি শহর থেকে বাসস্ট্যান্ড যাওয়ার পথে গুরুদম এলাকায়ও বসানো হয় পশুর হাট। ফলে এসব সড়ক দিয়ে চলতে গিয়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে শনিবার সকাল থেকে অভিযান শুরু করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী শহরের গুরুদম পশুর হাটে গিয়ে সড়কের মধ্যে পশু রাখা যাবে না বলে নির্দেশ দেন। 

আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে মহাসড়কে গরুর হাট না বসাতে প্রশাসনের নির্দেশনা থাকলেও তা মানছেন না হাট কর্তৃপক্ষ। শহরের গুরুদম, রাজাপুরের বাঘরী, নলছিটির শ্রীরামপুর, শিমুলতলা ও দপদপিয়া জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় পশুর হাট বাসানো হয়েছে। এসব হাট বন্ধ করা না হলে সাধারণ মানুষের উপকারের চেয়ে ভোগান্তি বেশি হবে বলে জানিয়েছেন পথচারীরা। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow