১৯ আগস্ট, ২০১৮ ১৬:৫৭

পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি:

পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদের পানির নিচে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। আজ রবিবার বিকালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি হঠাৎ বৃদ্ধি পায়। এতে দুই ফুট পানির নিচে তলিয়ে যায় সেতুটির পাটাতন। তবে এখনো পর্যন্ত সেতুর উপর পর্যটকরা চলাচল করছে। এ চেয়ে বেশি পানি বৃদ্ধি পেলে সেতুর উপর চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানান রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন হালকা বৃষ্টিপাতের পর রাঙামাটিতে ফের ভারি বর্ষণ হচ্ছে। এতে হঠাৎ করে কাপ্তাই লেকের পানির উচ্চতা আরও বেড়ে গেছে। বর্তমানে হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিক পর্যায়ে। বর্ষণে কাপ্তাই হ্রেদের পানি বাড়ায় প্লাবিত হয়েছে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার কয়েক হাজার পরিবার। বর্ষণে বিপর্যন্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ঝুলন্ত সেতুটিও লেকের পানিতে তলিয়ে রয়েছে।

অন্যদিকে, ডুবে যাওয়া সেতু নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘুরে দাঁড়াতে পারছেনা রাঙামাটি পর্যটন শিল্পের সাথে জড়িতরাও। এমন অভিযোগ করলেন স্থানীয় হোটেল ব্যবসায়ী নেছার আহমেদ। তিনি বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া অনেক পর্যটক অগ্রিম বুকিংও করেছে। তবে হঠাৎ রাঙামাটি পর্যটন সেতুটির পাটাতন কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে। এ নিয়ে দুর্চিন্তা বেড়ে গেছে ব্যবসায়ীদের।

এব্যাপারে রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, পর্যটনের ঝুলন্ত সেতুটি প্রতিবছর বর্ষার মৌসুমের শেষের দিকে ডুবে যায়। এবছর বর্ষা শেষ হওয়ার পর ডুবেছে। এটা স্বাভাবিক বিষয়। সেতু ডুবে গেলেও রাঙামাটিতে আগত পর্যটকদের উপর কোন প্রভাব পরবে না। কারণ রাঙামাটিতে অনেক বৈচিত্র্যময় আকর্ষণী পর্যটন কেন্দ্র রয়েছে। সেগুলো পর্যটকদের আকর্ষণ করে বেশি। পর্যটন কমপ্লেক্ষে অধিকাংশ হোটেল মোটেল বুকিং হয়ে গেছে। এরই মধ্যে কিছু কিছু পর্যটক আসা শুরু হয়ে গেছে। 

এদিকে, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্থবির হয়ে পড়েছিল রাঙামাটির পর্যটন শিল্প। টানা পর্যটন খরার পর ঈদের ছুটিকে ঘিরে আবার প্রাণবন্ত হয়ে উঠবে রাঙামাটি মনে করেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর