২০ আগস্ট, ২০১৮ ০১:৫৬

ব্যারিস্টার মওদুদের বাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ২ গ্রুপের হাতাহাতি

নোয়াখালী প্রতিনিধি

ব্যারিস্টার মওদুদের বাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ২ গ্রুপের হাতাহাতি

ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু’গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ব্যানার টানানো নিয়ে দু’গ্রপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে

গতকাল রবিবার সকালে ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে। 

সূত্রমতে কোম্পানীঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুটি কমিটি রয়েছে। একটির সভাপতি মানছুরুল হক বাবর ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, অন্যটির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ। এই দু’গ্রু প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যারিষ্টার মওদুদ আহমদের বাড়ীতে দু’টি ব্যানার নিয়ে আসে। এ সময় ব্যানার টানানো নিয়ে দু’গ্রপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি (একাংশ) মানছুরুল হক বাবর সংঘর্ষের বিষয়টি সত্য নয় দাবি করে জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তারা এসেছিল। কিন্তু আমাদের নেতা মওদুদ আহমেদ পরিষ্কারভাবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বাবর-বেলায়েত কমিটিই চুড়ান্ত কমিটি বলে দাবী করেন। তবে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। অপরদিকে শাহাদাত হোসেন ও নুর উদ্দিন ফাহাদ কমিটির কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর