২০ আগস্ট, ২০১৮ ০৯:৪৩

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

মো. জহুরুল আলম, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম নামে তিন সংগঠনের ডাকা সড়ক অবরোধ চলছে। ফলে শহরে আভ্যন্তরীন ও দূরপাল্লার সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বেলা ২টা পর্যন্ত।

গত শনিবার সকালে খাগড়াছড়ির স্বণির্ভর এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলেতে ইউপিডিএফ সমর্থিত সংগঠনের ৩ নেতাসহ ৬ জন নিহত হন। এরপর বেলা ১১টার দিকে জেলা সদরের পেরাছড়ায় ইউপিডিএফ মিছিল বের করলে সেখানে সন্ত্রাসীরা হামলায় মারা যান আরও একজন। এসব হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এই কর্মসূচি ডাকা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো জানান, অবরোধ চলাকালীন এখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পৌর শহরের মধ্যে টমটমসহ হালকা যানবাহন চলছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর