২০ আগস্ট, ২০১৮ ১৩:২৩

চাপ বেড়েছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে, অপেক্ষায় ৪ শতাধিক যান

অনলাইন ডেস্ক

চাপ বেড়েছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে, অপেক্ষায় ৪ শতাধিক যান

ফাইল ছবি

ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা গেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। ভোরের আলো ফুটতে না ফুটতে যাত্রীরা লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে পারাপার হচ্ছেন। তবে নাব্য সংকটে এই রুটে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। এ রুটে এখন ১টি রো রো ফেরিসহ মোট ১৭টি ফেরি চলাচল করছে। ঘাটে ভোর থেকে গাড়ির চাপ বেড়েছে। সব মিলিয়ে এখনও প্রায় প্রায় ৪শ' গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। যার মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেট (ছোট) গাড়ির সংখ্যা বেশি।

এদিকে ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস দুই শতাধিক আইনশৃঙ্খলাবাহিনী সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া যাত্রী হয়রানি বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দেখা হয়। নাব্য সংকট দূর করতে নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু অপসারনের কাজ করছে বিআইডব্লিউটিএ। ড্রেজিং কাজ চলমান থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

এদিকে ঘাটে যাত্রীবাহী বাস, পচনশীল দ্রব্যের গাড়িকে প্রাধান্য দিয়ে পারাপার করা হচ্ছে। পাশাপাশি ঈদের আগের ৩দিন ও পরের তিনদিন ট্রাক পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।


বিডি প্রতিদিন/২০ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর