২০ আগস্ট, ২০১৮ ১৪:৪৬

সুন্দরবনে দস্যুদের কাছে মুক্তিপণ পৌঁছানোর অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

সুন্দরবনে দস্যুদের কাছে মুক্তিপণ পৌঁছানোর অভিযোগে আটক ১

সুন্দবরনে জলদস্যুদের হাতে জিম্মি জেলেদের মুক্তিপণ আদায়ে ব্যবহৃত বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নোয়াখালী জেলার সেনবাগ থানার গাজীরহাট বাজারের বিকাশ এজেন্ট ‘গাজী টেলিকমে’ অভিযান চালিয়ে এজেন্ট মো. মনির হোসেনকে আটক করা হয়। 

এ সময় ৭টি মুঠোফোন সেট, বিকাশ ও রকেটের কাজে ব্যবহৃত ১৪টি সিমকার্ড এবং ৫টি ক্যাশ ইন ও ক্যাশআউট রেজিস্ট্রার উদ্ধার করা হয়। আটক মনির নোয়াখালীর সেনবাগ থানার বাবুপুর গ্রামের মৃত মহিন উদ্দিনের ছেলে এবং তার নামে একাধিক বিকাশ একাউন্ট ও ডাচ্ বাংলা ব্যাংকের রকেট একাউন্ট রয়েছে বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। 

আটক মনির র‌্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে জিম্মিকৃত জেলেদের পরিবার থেকে প্রাপ্ত মুক্তিপণের টাকা জলদস্যুদের কাছে বিকাশের মাধ্যমে প্রেরণের কথা স্বীকার করেন। 

মনিরকে উদ্ধারকৃত মালামালসহ বাগেরহাটের রামপাল থানায় সোপর্দ করে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‌্যাব-৮। 

বিডি প্রতিদিন/২০ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর