২১ আগস্ট, ২০১৮ ০৯:৪৩

পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন, ফেরি চলাচলে ধীরগতি

অনলাইন ডেস্ক

পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন, ফেরি চলাচলে ধীরগতি

ফাইল ছবি

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই বেড়ে যাচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষায় যানবাহনের লাইন। সংশ্লিষ্টদের ধারণা, একসঙ্গে অধিক গাড়ির চাপ পড়ে যাওয়ায় যানবাহনের এমন দীর্ঘ লাইন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত নৌরুট পারের অপেক্ষায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৪ শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে। এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা ১১০টি, ছোট গাড়ি দুই শতাধিক এবং গরুবোঝাই ফেরত ট্রাকের সংখ্যাও শতাধিক।

এ ব্যাপারে পাটুরিয়া ফেরিঘাট থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভোর থেকে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন ক্রমেই বড় হচ্ছে। একসঙ্গে অতিরিক্ত গাড়ির চাপ পড়ে যাওয়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। তবে নদীতে প্রচণ্ড স্রোতে কারণে ফেরি চলাচলে ধীরগতি হওয়ায় নৌরুট পারাপারে সময় লাগছে বেশি। 

বিডি প্রতিদিন/ ২১ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর