২১ আগস্ট, ২০১৮ ১২:০৭

লক্ষ্মীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস সকালে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের যাদৈয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। আহত হন আব্দুল মান্নান, তাঁর ছেলে নোমান ও রুবেল, মমিন হোসেন, আজাদ হোসেন, মোসলেহ উদ্দিন সিরাজ  ও মফিজ উল্যাহসহ মাইক্রোবাসের ৭ যাত্রী। আহতারা সবাই ভোলা জেলার তজুমুদ্দিন থানার বাসিন্দা।

হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ শাহজান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটিকে আটক করা হয়েছে।

বিডি প্রতিদিন/ ২১ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর