২৮ আগস্ট, ২০১৮ ০০:১৫

দিনাজপুরে অস্ত্র-গুলিসহ যুবক আটক, মুক্তির দাবিতে থানা ঘেরাও

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে অস্ত্র-গুলিসহ যুবক আটক, মুক্তির দাবিতে থানা ঘেরাও

দিনাজপুর শহরে অস্ত্র ও গুলিসহ সোহেল নামে এক যুবককে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে কয়েকশ' মানুষ কোতয়ালী থানা ঘেরাও করে। এসময় পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের দপ্তরীপাড়া থেকে সোহেলকে (৩৩) আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। এরপরই এ ঘটনা ঘটে। 

আটক সোহেল দিনাজপুর শহরের দপ্তরীপাড়ার মৃত রশিদ খালাসীর ছেলে। সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে দপ্তরীপাড়ার কয়েকশ নারী-পুরুষ সোহেলকে ফাঁসানো হয়েছে অভিযোগ তুলে কোতয়ালি থানা ঘেরাও করে তার মুক্তি দাবি করে। এক পর্যায়ে রাত ৯টায় অতিরিক্ত পুলিশ লাঠিপেটা করে তাদের বিতারিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে শহরের দপ্তরীপাড়া থেকে সোহেলকে আটক করা হয় এবং তার কাছ থেকে ওই পিস্তল ও গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্রসহ আরও মামলা রয়েছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর