Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৫৭ অনলাইন ভার্সন
উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন : স্থানীয় সরকার মন্ত্রী
ফরিদপুর প্রতিনিধি
উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে অবস্থান করছে। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।

মন্ত্রী শুক্রবার বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শহর আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী।

সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মাস্টার প্রমুখ।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম চৌধুরী।

মন্ত্রী ফরিদপুরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আরো বলেন, ফরিদপুর বিভাগ এখন সময়ের ব্যাপার। বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা নিয়ে অচিরেই পদ্মা বিভাগ নামে নতুন বিভাগ হবে। তাছাড়া ফরিদপুর সিটি করর্পোরেশন ঘোষণা হবে যে কোন মুহুর্তে। সিটি করর্পোরেশনের সব কাজ শেষ পর্যায়ে। কেবলমাত্র নিকারের বৈঠকে পাশ হলেই ফরিদপুর সিটি করর্পোরেশনের কর্মকাণ্ড শুরু হবে। ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজ অচিরেই শুরু হবে বলে মন্ত্রী ঘোষণা দেন। নির্বাচনী এ বিশাল সমাবেশে স্থানীয় সরকার মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি, জাতীয় পার্টি থেকে ৩০ নেতা ও ব্যবসায়ী আওয়ামী লীগে যোগদান করেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow