১৭ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৩৯

সেতাবগঞ্জ চিনিকলের পাওয়ার হাউজে আগুন

দিনাজপুর প্রতিনিধি

সেতাবগঞ্জ চিনিকলের পাওয়ার হাউজে আগুন

দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ চিনিকলের পাওয়ার হাউজে আগুন লেগে মূল প্যানেলের প্রায় তিন ভাগ পুড়ে নষ্ট হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চিনিকলের পাওয়ার হাউস ম্যান প্যানেল বোর্ডে এই আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের ধুয়ায় আচ্ছন্ন হয়ে শ্রমিক-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পরে।  

বিষয়টি জানতে পেরে মিল কর্তৃপক্ষ দ্রুত সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসকে খরব দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাওয়ার হাউজের মূল প্যানেলের প্রায় তিন ভাগ আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। 

আগুনে শ্রমিক কর্মচারীরা প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করলেও চিনিকল কর্তৃপক্ষ জানান ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কয়েকদিন সময় লাগবে। 

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মোসলেম উদ্দীন জানান, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। 

সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আল ইমরানা, পাওয়ার হ্উাস ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. আতাউর রহমান ও ফোরম্যান বারেক মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর