১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:২৮

বেনাপোলে ৮টি স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে ৮টি স্বর্ণের বারসহ পাসপোর্ট যাত্রী আটক

ফাইল ছবি

ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক যাত্রী মাসুদুর রহমান পবন (৫২) কুমিল্লা জেলার দাউদ কান্দি গৌরিপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।  
  
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারি পরিচালক নিপূন চাকমা জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি বড় ধরনের স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা সদস্যরা বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে মাসুদুর রহমান পবনকে করা হয়। পরে তার পায়ুপথে রাখা ৮শ' গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার একত্রে করে বের করা হয়। আটক স্বর্ণের মূল্য ৪০ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান। 

নিপূন চাকমা আরও জানান, আটক স্বর্ণ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। 

বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর