১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৩৬

যশোরে হাজার পিস ইয়াবাসহ সরকারি কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে হাজার পিস ইয়াবাসহ সরকারি কর্মকর্তা আটক

যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে এসএম ফরিদ আহমেদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পারসোনাল অফিসার। অন্য দুইজন হলেন তার স্ত্রী তামান্না আক্তার পলি ও শ্যালক আল আমিন। 

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ১২টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুরের উত্তরপাড়ার রাজুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ির ভাড়াটিয়া এসএম ফরিদ ও তার স্ত্রী এবং শ্যালককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার পিস ইয়াবা। ফরিদ আহমেদের কাছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়। আটক ফরিদ আহমেদ নিজেকে ওই মন্ত্রণালয়ের পারসোনাল অফিসার হিসেবে পরিচয় দেন।

ওসি জানান, ফরিদ নিয়মিত কক্সবাজারে যান। সেখান থেকে ইয়াবা এনে যশোরে পলি ও আল আমিনের মাধ্যমে বিক্রি করান। এদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। 

বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর