১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪৫

বরিশালে শিক্ষকদের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে শিক্ষকদের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

বরিশাল সদর উপজেলার বিষারদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্তব্যরত শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারী সন্ত্রাসীদের কঠোর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার সরকারী প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের ব্যানারে বুধবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন শেষে ওই ঘটনার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শিক্ষক নেতৃবৃন্দ। 

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সদর উপজেলা শাখা সভাপতি জহিরুল ইসলাম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই এবং জেলা কমিটির সভাপতি শংকর চন্দ্রসহ অন্যান্যরা। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন শিক্ষক নেতৃবৃন্দ। 

বিষারদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হতে না পেরে স্থানীয় যুবলীগ নেতা সারোয়ার হোসেন রাড়ি ও তার সহযোগীরা গত মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই স্কুলের প্রধান শিক্ষক রহিমা আক্তারসহ ৪ শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে মেট্রোপলিটনের বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। 


বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর