১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৫৮

ঠাকুরগাঁওয়ে খাদ্য নিরাপত্তায় সুশাসন প্রকল্পের সমাপনী কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে খাদ্য নিরাপত্তায় সুশাসন প্রকল্পের সমাপনী কর্মশালা

ঠাকুরগাঁওয়ে খাদ্য নিরাপত্তায় সুশাসন প্রকল্পের বিষয়ে দিনব্যাপী সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও ইউনিট অফিসে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ আরডিআরএস ও খাদ্য নিরাপত্তা সুশাসন।

সমাপনী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আখতারুজ্জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আফজাল হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার আনিছুর রহমান, আরডিআরএস বাংলাদেশের কৃষি ও পরিবেশ ইউনিটের সিনিয়র সমন্নয়কারী মামুনুর রশীদ, কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) মোছা. হাছিনা পারভিন ও কৃষি কর্মকর্তা রবিউল আলমসহ সংশ্লিষ্টরা। 

এতে সভাপতিত্ব করেন ফুড সিকিউরিটি গভার্নেন্স প্রকল্প ও প্রকল্প ব্যবস্থাপক মো. জিয়াউল ইসলাম। এসময় বক্তারা বলেন- আরডিআরএস বাংলাদেশ দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ডান চার্চ এইড এর অর্থায়নে অক্টোবর ২০১৩ হতে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ইউনিয়ন পর্যায়ে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। 

আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৬টি ইউনিয়ন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর