১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৪১

রায়পুরে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রায়পুরে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রায়পুর কাবের উদ্যোগে আজ আন্তঃস্কুল-মাদ্রাসা-কলেজ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ১৬টি স্কুল-মাদ্রাসা ও ৬টি কলেজ অংশগ্রহণ করেছে।
 
রায়পুর কাবের সভাপতি মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায়। বিশেষ অতিথি ছিলেন হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর কাদের। 
বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন, সাবেক বিতার্কিক ও বাংলাদেশ প্রতিদিনের রায়পুর উপজেলা প্রতিনিধি মো. মোস্তফা কামাল। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, রায়পুর সরকারী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. রাকিব হাসান, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রভাষক তমালিকা চক্রবর্তী, মোঃ ইমরান খন্দকার ও সাবেক বিতার্কিক আজিজুর রহমান বুলবুল। 
 
দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর