শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:১৩

হাতিয়ায় মাদ্রাসা অধ্যক্ষ নিহত, আহত ১

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ায় মাদ্রাসা অধ্যক্ষ নিহত, আহত ১

নোয়াখালীর হাতিয়া জেলায় যাত্রীবাহী জিপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মাদ্রাসা অধ্যক্ষ নিহত হয়েছেন। এ সময় আরও এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নলচিরা-জাহাজমারা সড়কের চৌমুহনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা মাকসুদুল হক (৪৯) নামে তবারকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। আহত আজিজুর রহমান ওই মাদ্রাসার সহকারি শিক্ষক।

হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, সকালে মাদ্রাসা অধ্যক্ষ মাকসুদুল হক ও সহকারী শিক্ষক আজিজুল হক মোটরসাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে নলচিরা-জাহাজমারা সড়কের চৌমুহনী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী জিপের সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অধ্য মাকসুদুল হক নিহত হন। গুরুতর অবস্থায় শিক্ষক আজিজুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা জিপটিতে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে রাখে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর