২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:১২

রায়পুরে নবাগত স্কাউটদের দীক্ষাগ্রহণ অনুষ্ঠিত

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি :

রায়পুরে নবাগত স্কাউটদের দীক্ষাগ্রহণ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নবাগত স্কাউটদের দীক্ষাগ্রহণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে নবাগত ৪০জন স্কাউট ছাত্র-ছাত্রীদেরকে দীক্ষা দেওয়া হয়।

উপজেলার চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বি.এস.সি। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোতাছিম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবুল হোসেন হাওলাদার, রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বি.এস.সি, এল.কে.এইচ উপকূলীয় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে নবাগত স্কাউটদের দীক্ষা প্রদান ও শপথ বাক্য পাঠ করান উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মাস্টার নারায়ন চন্দ্র। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ স্কাউটদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর