শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪৬

সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ

মাদারীপুর প্রতিনিধি

সেতুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ

সেতুর দাবিতে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী গ্রামের লোকজন ও ত্রিভাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও এলাকবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী মানবন্ধন ও আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা। বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন করেও কোন সুফল না পাওয়া ক্ষুব্ধু হয়ে তারা আন্দোলনে নেমেছেন বলে জানান।

মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসীরা জানায়, যোগাযোগের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকোটিও কয়েকদিন আগে ভেঙে পড়ে যায়, ফলে তারা বর্তমানে ওই এলাকার মূল সড়ক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাই অতিশিগগিরই তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য একটি সেতুটি অতি জরুরী হয়ে পড়েছে। 

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিদুজ্জামান নিপুন, সহ-সভাপতি আব্দুল গফুর সরদার, সদস্য ফারুক হাওলাদার, ছাত্রলীগ নেতা, মইনুল হোসেনসহ শিক্ষক-ম্যানেজিং কমিটিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর