Bangladesh Pratidin

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৫১ অনলাইন ভার্সন
সিদ্ধিরগঞ্জে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাসিক ভাতার বই বিতরণ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাসিক ভাতার বই বিতরণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের অসহায় বয়স্ক ও প্রতিবন্ধীদের মাসিক ভাতার বই বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের আটি হাউজিংস্থ কাউন্সিলারের কার্যালয়ে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে এ মাসিক ভাতার বই বিতরণ করা হয়।

এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ওইসব প্রতিবন্ধীদের ৬শ' ও বয়স্কদের ৫শ' টাকা করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আজীবন ভাতা দেবে সরকার।

এ বিষয়ে কাউন্সিলর আরিফুল হক হাসান জানান, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে এ এলাকার বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতার বই দেওয়া হয়। এ কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রতিবন্ধীরা ৬০০ টাকা ও বয়স্করা ৫০০ টাকা করে ভাতা পাবেন। এটা আমাদের জনপ্রতিনিধিদের একটি কাজ আর এ কাজ ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণঞ্জ সদর উপজেলা সমাজ সেবা কর্মী সালমা আইরিন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, মোঃ নাসির উদ্দিন, মোঃ জাকির হোসেন, মোঃ রুহুল আমনি প্রমূখ।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow