শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১৭

'শিক্ষার্থীদের দাবির সমর্থনে নিরাপদ সড়ক আইন পাস করেছে সরকার'

নাটোর প্রতিনিধি:

'শিক্ষার্থীদের দাবির সমর্থনে নিরাপদ সড়ক আইন পাস করেছে সরকার'

সরকার নিরাপদ সড়ক আইন পাস করে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বলে মন্তব্য করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সড়কে নিরাপত্তায় করণীয় এবং সচেতনতায় নাটোরের সিংড়া পৌর এলাকায় আজ স্কুল-কলেজ, কারিগরী ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীদের শপথ করিয়েছেন প্রতিমন্ত্রী।

উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে গোল-ই আফরোজ সরকারি অনার্স কলেজে তিনি সবাইকে এ শপথ করান।  এসময় হাজার হাজার শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও সিংড়া ট্রাক-বাস মালিকরা শপথ করেন। 

প্রতিমন্ত্রী বলেন, সড়কে নিরাপত্তায় সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা দুর্ঘটনা কমাতে সহায়ক। এজন্য নিজেকে বদলাতে হবে, তাহলে দেশ বদলে যাবে। 

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিংড়া পৌর সভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, জিএ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেদ, প্রভাষক ফাহমিদা আঁখি প্রমুখ। এর আগে সড়ক নিরাপত্তায় আয়োজিত সমাবেশে সড়কে নিরাপত্তায় করণীয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর