২১ সেপ্টেম্বর, ২০১৮ ০২:৩৭

রাজশাহীতে থেমে থাকা বালুর ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

অনলাইন ডেস্ক

রাজশাহীতে থেমে থাকা বালুর ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়কে থেমে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি পরিবহন বাস। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন রিজু (২৫)। তিনি বাসের হেলপার ছিলেন। নিহত আরেকজন জাকির হোসেন (২৮)।  তিনি ট্রাকের চালক ছিলেন। নিহত তৃতীয় জনের পরিচয় জানা যায়নি। 

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, তারাপুর এলাকায় বালুভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ০২-০৪৫৬) রাস্তার বাম পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি পরিবহন বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, তারা উদ্ধার কাজে সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহায়তা করছেন। এছাড়া নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর