২১ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:২৫

বেনাপোলে অস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

বেনাপোলে অস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী আটক

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। শুক্রবার ভোরে বেনাপোল সীমান্তের ঘিবা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগজিন, আট রাউন্ড গুলি ও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

আটক খালেক বেনাপোলের ৪ নম্বর ঘিবা গ্রামের নইয়ম উদ্দীন মন্ডলের ছেলে। সে অস্ত্র ব্যবসায়ী বলে জানা গেছে। 

বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্তের একটি বাড়িতে অস্ত্র ও মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে খালেক নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগজিন, আট রাউন্ড গুলি এবং ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 বিষয়টি নিশ্চিত করে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, আটক খালেকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর