২১ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:১০

বাঁশ বেচা-কেনার বিশেষ হাট বসে দিনাজপুরে

দিনাজপুর প্রতিনিধি:

বাঁশ বেচা-কেনার বিশেষ হাট বসে দিনাজপুরে

মানুষের কেনাকাটায় নানান ধরনের হাটবাজারের কথা শোনা গেলেও শুধুমাত্র বাঁশ বিক্রির জন্য হাট বসে এটা ব্যতিক্রম। আবার এই বাঁশের হাটের কারণে এলাকার নাম বদলে হয়ে গেছে 'বাশেঁর হাট'। অনেকে এর পূর্ব নামটিই ভুলতে বসেছে। 

দিনাজপুর-রংপুর মহাসড়কের ধারে হাবিপ্রবির পাশে বসে এই হাট। হাটের ইজাদারের সাইনবোর্ডেই লেখা আছে স্থানীয় এলাকার নাম রামগঞ্জ হাট। সপ্তাহে দুইদিন শনিবার ও বুধবার হাট বসলেও এখানে প্রতিদিনই বাঁশ কেনা-বেচা চলে। একসময় এই বাঁশের হাটে দুর-দুরান্ত থেকে মানুষ আসত বাঁশ কেনা-বেচার জন্য। 

মাখলা, তেলুয়া, বড়বাসা, পরাগসহ বিভিন্ন জাতের বাঁশ রয়েছে এই হাটে। তবে এই বাঁশের হাটের জৌলুস অনেক কমে গেছে। এখানে পাইকারিভাবে বেশী বিক্রি হয় বাঁশ। 

মহাবলীপুর গ্রামের ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, ২২ বছর ধরে এই বাঁশ ব্যবসা করে আসছি। আমি পাইকারি বিক্রি করি। প্রতি এক’শ বাশ ১৫-১৭ হাজার টাকায় ক্রয় করে ১৮ হাজার টাকায় বিক্রি করি। আর এতেই আমার সংসার চলে।


বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর