২১ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:০৫

ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিন লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিন লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ইঞ্জিন ও পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কসবার ইমামবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। ট্রেনটি ইমামবাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে আখাউড়ায় কর্ণফুলী ও কসবায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে আছে।দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। 

বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর