২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৩২

বৈধ কাগজপত্র থাকলে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা

শরীয়তপুর প্রতিনিধি:

বৈধ কাগজপত্র থাকলে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা

পুলিশ জনগণের বন্ধু। পুলিশের প্রতি মানুষের গতানুগতিক ধ্যান-ধারণা পাল্টে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে শরীয়তপুর জেলা পুলিশ। আজ (শনিবার) বেলা ১১টার দিকে জেলা শহরের কোর্ট সংলগ্ন শরীয়তপুর পুলিশ বক্সের সামনে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ সময় মোটরযানের বৈধ কাগজপত্রধারীদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায় জেলার আতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক সার্জেন্ট ও পালং মডেল থানার পুলিশ সদস্যরা। 

অপরদিকে কাগজপত্র না থাকায় কয়েকটি যানবাহনে মামলাও দিয়েছেন তারা। আর তাদেরকে সহযোগিতা করে পালং উচ্চ বিদ্যালয় ও পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কল) মো. কামরুল হাসান, পালং মডেল থানা তদন্ত ওসি মো. হুমায়ুন কবির, অপারেশন মো. আশরাফুল ইসলাম, টিআই জামাল হোসেন মীর, পালং মডেল থানার এসআই মো. গুলজার আলমসহ অনন্যরা। 

বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর