২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪৯

বান্দরবানের আকাশে হঠাৎ ড্রোন দেখে আতঙ্ক

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আকাশে হঠাৎ ড্রোন দেখে আতঙ্ক

ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলার আকাশে হঠাৎ করেই ড্রোন ক্যামেরা দেখে হকচকিত  ও আতংকগ্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ। তবে বিনা অনুমতিতে আকাশে উড্ডয়নের অভিযোগে নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন ড্রোন ক্যামেরাটি জব্দ করেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে লামা পৌর এলাকার লামার মুখ, সদর ইউনিয়নের মেওলার চর এবং রূপসী পাড়া ইউনিয়নের দরদরি পাড়ার আকাশে ড্রোন ভেসে বেড়াতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে তারা ক্যামেরা ড্রোনটি জব্দ করে।

লামা থানার ওসি আপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ড্রোনটি একটি টোবাকো কোম্পানি নিয়ে এসেছিল। পূর্বানুমতি ছাড়া এই ড্রোন দিয়ে ভিডিও ও ছবি ধারণ করা হচ্ছিল।

ওই কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ নাসিম জানান, নদী তীরবর্তী এলাকায় তামাক চাষ না করতে কৃষকদের মধ্যে প্রচারণা চালানোর জন্য একটি বিজ্ঞাপন চিত্র নির্মাণের জন্য ড্রোন ক্যামেরাটি দিয়ে ভিডিও ধারণ করা হচ্ছিল। ড্রোনের মাধ্যমে ভিডিও ধারণ করার জন্য পূর্বানুমতি গ্রহণের বিষয়টি তাদের জানা ছিল না।

বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর