২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৩১

খাগড়াছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিখোঁজ ১

মো. জহুরুল আলম, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, নিখোঁজ ১

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মালবাহী একটি ট্রাকসহ বেইলি ব্রিজের একাংশ ভেঙে নদীতে পড়েছে। এতে মো. মোমিন (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। সে মহালছড়ির জয়সেন পাড়ার মৃত আনসার আলীর ছেলে। 

এদিকে বেইলি ব্রিজের ভাঙ্গনের কারণে মুবাছড়ি ইউনিয়নের সাথে যান চলাচল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা তাৎক্ষণিক ট্রাকটির চালকসহ ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। এরমধ্যে চালক মো. হাসেমকে (৩২) আহত অবস্থায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শনিবার সকালে মহালছড়ি সদর থেকে পাথর বোঝায় ট্রাকটি মোবাছড়ি এলাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি মহালছড়ি থানার সংলগ্ন বেইলি ব্রিজটি অতিক্রম করার সময় ব্রিজের একটি অংশ ভেঙ্গে ট্রাকসহ চেঙ্গী নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ট্রাকের চালকসহ ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। এখনো মোমিন নামে একজন নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে মহালছড়ি জোর কমান্ডার লেঃ কর্ণেল মোসতাক আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মিসহ স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে অবস্থান করছেন। 

মহালছড়ি থানার ওসি নূরে আলম ফকির জানান, ‘ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বেইলি ব্রিজটি অনেক পুরাতন বলেও জানান তিনি।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর