২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৫৯

কিশোরগঞ্জে সরকারি জায়গা দখলেরর প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সরকারি জায়গা দখলেরর প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় অবৈধ স্থাপনা নিমার্ণ করে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ও মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শনিবার বেলা ১১ টায় কিশোরগঞ্জ-চামটা সড়কের জাফরাবাদ আমলিতলা এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জাফরাবাদ ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন ফকির মিলন, গুজাদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ওয়াফি মিয়া, তানভীর আহমেদ, আমিনুল ইসলাম চুন্নু প্রমুখ বক্তৃতা করেন। 

বক্তারা জানান, চাঁন মিয়া নামে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি আমলিতলাসহ আশপাশ এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে সেখানে স্থাপনা নিমার্ণ করেছেন। সেগুলো ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। 

এছাড়া মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করারও অভিযোগ করেছেন তারা। বক্তারা সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণসহ এ ঘটনায় জড়িত চাঁন মিয়ার বিচার দাবি করেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর