২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:১৩

বরিশালে সরকারী কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সরকারী কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের মানববন্ধন

সরকারী কলেজে চাকুরীরত বেসরকারী কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকুরী স্থায়ীকরন সহ ৫ দফা দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল বিএম কলেজ শাখা বেসরকারী চতুর্থ শ্রেনীর কর্মচারীদের ব্যানারে শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংগঠনের বিএম কলেজ শাখা সভাপতি মো. ইউসুফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়র হোসেন আনু, সাধারন সম্পাদক মো. মানিক মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা, খন্দকার শাহজাহান, মো. সোহাগ হোসেন, শাহাদৎ হোসেন ও শিউলি আক্তার প্রমুখ।

অপরদিকে, একই দাবীতে সকালে নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের সামনে সরকারী কলেজে নিয়োজিত বেসরকারী কর্মচারীরা মানববন্ধন করে। 

দুই মানববন্ধনে বক্তারা, সরকারী কলেজে চাকুরীরত বেসরকারী কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকুরী স্থায়ীকরন, সরকারীকরনের পূর্ব পর্যন্ত সরকারী স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, প্রতিটি সরকারী কলেজে অধ্যক্ষকে বেসরকারী কর্মচারীদের সরকারীকরনের ক্ষমতা প্রদান সহ ৫ দফা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবী জানান। 

এই দাবিতে আগামী ৮ই অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাইনুল হাসান শুভ। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর