২২ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৩৩

'প্রশিক্ষিত জনগোষ্ঠী বিনির্মাণে কাজ করছে সরকার'

কক্সবাজার প্রতিনিধি

'প্রশিক্ষিত জনগোষ্ঠী বিনির্মাণে কাজ করছে সরকার'

ফাইল ছবি

কর্মমুখী কারিগরী শিক্ষার মাধ্যমে প্রশিক্ষিত জনগোষ্ঠী বিনির্মাণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। শনিবার সকালে কক্সবাজারের রামুতে একাত্তুরে শহীদ এ.টি.এম জাফর আলম মাল্টি ডিসিপ্লিনারী একাডেমিক ভবনের উদ্বোধকালে এ কথা বলেন তিনি। 

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নাম, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। 

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে পাক হানাদারের হাতে শহীদ হন এ.টি.এম জাফর আলম। তার স্মৃতিতে খুনিয়াপালং ১৫৫ একর জমিতে গড়ে তোলা হয়েছে এ কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর