২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৩০

সরকারি চাল আত্মসাতের অভিযোগে নারী মেম্বারসহ আটক ৩

মাদারীপুর প্রতিনিধি:

সরকারি চাল আত্মসাতের অভিযোগে নারী মেম্বারসহ আটক ৩

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সালমা বেগমসহ তিনজনকে সরকারি চাল আত্মসাতের অভিযোগে আটক করেছে পুলিশ। আটকৃত অন্যরা হলেন নাসির হাওলাদার ও শারমিন বেগম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে তাদের নিজ বাড়ি আন্ডারচর থেকে সরকারি ৪৮০ কেজি চালসহ আটক করে কালকিনি থানায় আনা হয়েছে। ইউপি সদস্য সালমা বেগম ও জাহাঙ্গীর হাওলাদারের পৃথক ঘর থেকে এ চাল উদ্ধার করে জব্দ করা হয়। তবে ইউপি সদস্য সালমা বেগম দাবি করেন, তিনি ৮টি কার্ডের চাল কাউকে না দিয়ে চিকিৎসার জন্য রাখেন এবং  জাহাঙ্গীর ও  শারমিন বেগমের নিকট বিক্রি করেন। 

এ ব্যাপারে সাহেব রামপুর ইউনিয়ন চেয়ারম্যানের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। 


বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর