২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:০৭

বরিশালে ২২ দফা দাবিতে বধির সংঘের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ২২ দফা দাবিতে বধির সংঘের মানববন্ধন

‘ইশারা ভাষার সাথে প্রত্যেকেই অন্তর্ভূক্ত’ এ প্রতিপাদ্য নিয়ে বরিশালে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় বরিশাল মূক বধির সংঘের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ইশারা ভাষা সকল ভাষার মাতৃভাষা, ইশারা ভাষাকে কথ্য ভাষার সমমর্যাদা, ইশারা ভাষার প্রসার, শ্রবন ও বাক প্রতিবন্ধিদের সামাজিক প্রতিষ্ঠার সহায়ক সহ লিখিত ২২ দফা দাবি তুলে ধরা হয়। 

বরিশাল মূক বধির সংঘের সভাপতি আজিম হোসেন সুহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থার মো. ফজলে এলাহী খান, সাধারণ সম্পাদক রেহমান জামি রাব্বি ও যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ ইসলাম প্রমুখ। মানববন্ধনে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। 


বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর