২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:১৯

বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে কর্মশালা

বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহীন হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আলীম, জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহম্মেদ, বাগেরহাট মা ও শিশু কেন্দ্রের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সামাদ, শুশীলনের উপদেষ্টা আমিরুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা শাহীনা পারভিন, কমিউনিকেশন ও প্রোগ্রাম অফিসার মুজাহিদুল ইসলাম।
কর্মশালায় বাগেরহাটের ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারগণ অংশগ্রহণ করেন। বক্তারা, পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন করণীয় বিষয়ের উপর নানা দিক নিয়ে আলোচনা করেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর