২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৩৫

নিকলীতে কলেজ ও স্কুল সরকারিকরণ হওয়ায় আনন্দ শোভাযাত্রা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

নিকলীতে কলেজ ও স্কুল সরকারিকরণ হওয়ায় আনন্দ শোভাযাত্রা

কিশোরগঞ্জের নিকলী উপজেলার মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ ও জিসি পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জিসি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। 

মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াহ হিয়া খাঁন, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন বাতেন প্রমুখ।
প্রধান অতিথি আফজাল হোসেন এমপি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার কল্যাণেই আজ শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনই হাতে হাতে বই পাচ্ছে। শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, রাস্তা ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎসহ সবক্ষেত্রেই আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আগামীতেও নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর