২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৩৯

হবিগঞ্জে প্রবাসীর বাসায় ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে প্রবাসীর বাসায় ডাকাতি

প্রতীকী ছবি

হবিগঞ্জ শহরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ১৫ ভরি সোনার গহনা এবং তিন লাখ নগদ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সোমবার দিবাগত রাত আড়াইটায় নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পিংকি আক্তারকে (২০) সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আশরাফুজ্জামান ফাহিম আয়ারল্যান্ড প্রবাসীর ৩য় তলা বাসার ২য় তলায় তার স্ত্রী পিংকি আক্তার, মা এবং এক বোন বসবাস করতেন। রাতে মুখোশধারী ডাকাতদল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। মালামাল লুট শুরু করে। এ সময় নারীরা চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতদল পিংকিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তার হাতের ৪টি আঙ্গুলের রগ কেটে যায়। ডাকাতদল চলে গেলে আহত পিংকিকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার। পরিবারের সদস্যরা জানান, ডাকাতেরা ঘরে থাকা নগদ প্রায় ৩ লাখ টাকা এবং ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও পুলিশের কয়েকটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করতে পারেনি।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. কামরুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে ওই নারীর হাতের ৪টি আঙ্গুলের রগ কেটে গেছে। যে কারণে তাকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে। 
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানা ওসি শহিদুর রহমান জানান, এটি ডাকাতি নয়। পরিকল্পিত চুরি ঘটনা। স্থানীয় লোকজন জানিয়েছেন ওই বাসায় আরো একবার চুরি ঘটনা ঘটেছিল।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর