২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৩৭

পেনশন প্রদানসহ ৫ দফা পূরণের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

পেনশন প্রদানসহ ৫ দফা পূরণের দাবিতে স্মারকলিপি

পেনশন প্রদানসহ ৫ দফা পূরণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে রাঙামাটি জেলা শাখা সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের নেতারা। মঙ্গলবার সকালে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামালের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

এসময় রাঙামাটি জেলা শাখা সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের সভাপতি মো. নাদিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. মাবুদুল হক উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রাঙামাটি জেলা শাখা সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের সভাপতি মো. নাদিরুজ্জামান বলেন, আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল, টাইমস্কেল সিলেকশন গ্রেড পূনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানসহ ৫ দফা পূরণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রাঙামাটি জেলা শাখা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. মাবুদুল বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে সাধারণ সরকারি কর্মচারিরা যা বেতন পায় তা দিয়ে দৈনন্দিন জীবনযাপন করতে হিমশিম খাচ্ছে। ন্যায়মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ি, পর্যটন ও দুর্যোগ ভাতা প্রদান করলে এই সব কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। তাই সরকারের কাছে আমরা ৫ দফা দাবি জানিয়েছি। অবিলম্বে সাধারণ কর্মচারীদের এই চাহিদা দ্রুত পূরণ করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর