২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৫২

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

খুলনা মহানগরীতে ওয়াজেদ আলী নামের এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা আদায়ের অভিযোগে প্রতারক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে-নগরীর ছোট বয়রা এলাকার কাজী আব্দুল মুনিম (৩৫) ও তার স্ত্রী তানজিলা হাসান ঝুমা (২৪)।

ওই ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে তার আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এই টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার খুলনায় লবনচরায় র‌্যাবের কার্যালয়ে এ তথ্য জানান র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান। 
তিনি বলেন, প্রতারক চক্রটি ওই ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে ডেকে নেয়। পরে ভয়ভীতি দিয়ে একটি মেয়ের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। এরপর এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ওই ব্যবসায়ীর নিকট থেকে ৮ লাখ, তার স্ত্রীর নিকট থেকে ২০ লাখ ও ছেলে তৌহিদুজ্জামান সুমনের নিকট থেকে ২ লাখ টাকা আদায় করে। 

পরে বিষয়টি স্থায়ীভাবে সমাধানের কথা বলে আরো ২০ লাখ টাকা দাবি করে। অন্যথায় ব্যবসায়ীর পুত্রবধূর ফেইসবুকের মাধ্যমে আপত্তিকর ছবি আপলোড করার হুমকি দেওয়া হয়। 

এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর খুলনা থানায় জিডি (নং-১২৪০) করে ব্যবসায়ীর পরিবার। বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৬ প্রতারক কাজী আব্দুল মুনিম ও তার স্ত্রী ঝুমাকে গ্রেফতার করে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর